আমিনুর ইসলামঃ
এবছর প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। করোনা মহামারীর কারণে ২০২০ সালের ১৭ই মার্চ থেকে বন্ধ ছিলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি হওয়ায়, এবছরের ১২ই সেপ্টেম্বর থেকে শুরু হয় স্বশরীরে শ্রেণি শিক্ষা কার্যক্রম। করোনায় দীর্ঘ বিরতিতে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মানসিক জগতেও পড়েছে নেতিবাচক প্রভাব। আর এসব কারণেই প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীতে প্রচলিত নিয়মে বার্ষিক পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে উপস্থিতি, স্বাস্থ্যবিধি পালনসহ অন্যান্য মূল্যায়নের ভিত্তিতে। এরই মধ্যে সব স্কুলে নির্দেশনা পৌঁছে গেছে। তবে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রি-টেস্ট এবং টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা মহামারীতে শিক্ষার্থীদের দীর্ঘ ছুটির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।