আন্তর্জাতিকঃ
আগামী দশকে জলবায়ু সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। যৌথ ঘোষণায়, জলবায়ু সংকট মোকাবেলায় একসাথে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে দুই দেশ। চুক্তি অনুযায়ী মিথেন নির্গমণ, জীবাশ্ম জ্বালানি থেকে ক্লিন এনার্জি এবং কার্বন নির্গমণ রোধসহ বিভিন্ন বিষয়ে যৌথ পদক্ষেপ নেবে ওয়াশিংটন এবং বেইজিং। এর মাধ্যমে ২০১৫’র প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে রাখার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। পৃথিবীকে জলবায়ুর সবচেয়ে খারাপ প্রভাব থেকে মুক্ত রাখা যাবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।