মিজানুর রহমান খুলনা।
খুলনার দাকোপের কৈলাশগন্জ ইউনিয়নে উপ প্রকল্প ইউনিটি দাকোপ খুলনা এর আওতায় কারিগরি সহায়তা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রস পারিটি প্রকল্পো অতিদরিদ্র মানুষের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষে ৩৫ টি হত দরিদ্র পরিবারের মাধে ব্রয়লার প্রদান পেটকিচাষ, মিশ্র মাছ চাষ, পোনার ব্যাবস্থায় মাচ চাষ ও উদ্যগতা তৈরি সহ প্রায় ৬ লক্ষ টাকায় অনুদান প্রদান করা হয়।
এছাড়া ২৩০ জন পরিবারের মাঝে ব্রয়লার পালন, সব্জি বীজ বিতরণ করা হয় ৬৯০০ টাকা সম পরিমাণ।
উল্লেখ থাকেযে বর্তমান অর্থ বছরে কৈলাশগন্জ ইউনিয়নে ২৪ লক্ষাধিক টাকার অনুদান ১০০ এর অধিক পরিবারের মাঝে বিতরণ করা হবে।
এছাড়া নারী প্রধান ও প্রতিবন্ধীমনাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল ইউপি সদস্য বাবু তপন সরকার।
খুলনা এলাকার ব্যবস্থাপক বার্নাড রিপন বিশ্বাস, প্রকল্প ইনচার্জ স্টিভ রুপন রায়, শাখা ব্যবস্থাপক মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এটিও লাইভলিহড কিশোর রায়।