এস আল-আমিন খাঁন, বরিশাল ব্যুরো।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ ইং এর দ্বিতীয় ধাপে ১১’ই নভেম্বর রোজ বৃহস্পতিবার পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার মোট ১৯ ইউনিয়ন পরিষদ সমূহে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এ নির্বাচনে নারী-পুরুষ উভয় ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। নির্বাচনকে সফল করতে প্রশাসনের কঠোর নজরদারি সেই সাথে নির্বাচনকে স্বচ্ছতা আনতে গনমাধ্যম কর্মীদের ভুমিকা ছিলো অপরসীম। ব্যালটে-সীলে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকাল থেকেই ভোটকেন্দ্র গুলোতে উৎসবমূখর পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটারা ভোট দিয়েছেন।
প্রতিটি নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র আশেপাশের পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বক্ষন ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসারসহ গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালন ছিলো দেখার মতো।
দু-একটি সাধারন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় সকল ইউনিয়নেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।
অত্র নির্বাচনে বিভিন্ন উপজেলা ইউনিয়নসমূহে চেয়ারম্যান পদে ১৯ টি ইউপিতে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নৌকার ১৩ ও দলীয় মনোনয়নবিহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ০৬ জন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
পৃথক উপজেলার বিভিন্ন ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের তালিকাঃ
পটুয়াখালী সদর উপজেলা:
১/ বড়বিঘাই-জাফর হাওলাদার-(স্বতন্ত্র).
২/বদরপুর- তানজিন নাহার সোনিয়া-(নৌকা).
৩/লোহালিয়া -কবীর তালুকদার-(নৌকা).
৪/আউলিয়াপুর – হুমায়ুন কবীর-(নৌকা).
৫/মাদারবুনিয়া –আমিনুল ইসলাম মাসুম-(নৌকা).
৬/মরিচবুনিয়া – মাসুম মৃধা-(নৌকা).
৭/ছোট বিঘাই -আলতাফ হাওলাদার-(নৌকা).
দশমিনা উপজেলাঃ
১/দশমিনা সদর – ইকবাল মাহমুদ লিটন-(নৌকা).
২/বেতাগী সানকিপুর- মশিউর রহমান জন্টু-(নৌকা).
গলাচিপা উপজেলাঃ
১/গলাচিপা সদর- জাহাঙ্গীর হোসেন টুটু-(নৌকা).
২/পানপট্টি – মাসুদ রানা-(স্বতন্ত্র).
৩/ডাকুয়া – বিশ্বজিৎ রায়-(নৌকা).
৪/গজালিয়া – হাবিবুর রহমান বিশ্বাস-(স্বতন্ত্র).
৫/কলাগাছিয়া – মাইনুল সিকদার-(স্বতন্ত্র).
৬/বকুলবাড়িয়া -শহীদ হাওলাদার-(স্বতন্ত্র).
৭/চরকাজল _ হাবিবুর রহমান মোল্লা-(স্বতন্ত্র).
৮/চরবিশ্বাস -তোফাজ্জেল হোসেন বাবুল-(নৌকা).
বাউফল উপজেলাঃ
৩/সূর্যমনি –আনোয়ার হোসেন(বাচ্চু)- (নৌকা).
২/নওমালা -এডভোকেট কামাল বিশ্বাস ( নৌকা)।