চট্টগ্রাম প্রতিনিধি
বাঁশখালীর উত্তর জলদীতে নব প্রতিষ্টিত ধর্মচক্র প্রগতি বিহারে ২য় বারের মত দান শ্রেষ্ট কঠিন চীবর দান শুক্রবার দিনব্যাপী অনুষ্টান মালার মধ্যে দিয়ে অনুষ্টিত হয় । দুই পর্বের অনুষ্টান মালার মধ্যে প্রথম পর্বের অনুষ্টান মধ্যে ছিল বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, জাতীয় ও ধর্মী পতাকা উত্তোলন,গ্রামজাত সংঘমনীষাদের স্মরণে অষ্টোপকরণসহ সংঘদান। বিকালে দ্বিতীয় পর্বের অনুষ্টান মালা কঠিন চীবর দান ও সদ্ধর্মলোচনা সভা ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্টানে সদ্ধর্মলোচনা করেন ভদন্ত জিনরতন মহাস্থবির, বুদ্ধপ্রিয় মহাস্থবির, শান্তমিত্র ভিক্ষু, জয়জ্যোতি স্থবির,সুমনপ্রিয় ভিক্ষু । দ্বিতীয় পর্বের অনুষ্টান মালার উদ্বোধন করেন বাঁশখালী কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহারে অধ্যক্ষ করুণানন্দ স্থবির, স্বাগত ভাষন প্রদান করেন চট্টগ্রাম ইউএসটিসির প্রাক্তন উপাচার্জ প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়–য়া । অনুষ্টানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি মিথুন বড়–য়া ও ববিতা বড়–য়া। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেহেনা আক্তার কাজমী, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়–য়া। অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থার ইংরেজি বিভাগের প্রধান সাংবাদিক সমীর বড়–য়া, সাতকানিয়া লোহাগড়া ঐক্য পরিষদের সাবেক সভাপতি অরুন বড়–য়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়–য়া, প্রধান শিক্ষক সনজিত কুমার বড়–য়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়–য়া,ধনঞ্জন বড়–য়া, ডা: প্রবাস চন্দ্র বড়–য়া,বীর মোহন বড়–য়া. রতন বড়ুয়া,সুখেন্দ্র বিকাশ বড়–য়া, সুবোধ বড়–য়া,পরিতোষ বড়–য়া, বাঁশখালী কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহার সেবা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক লায়ন দীপক কুমার বড়–য়া, কাঞ্চন কুমার বড়–য়া, শিবু বড়–য়া প্রমুখ। সভায় বক্তারা বলেন বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, জ্ঞানীর ধর্ম । যারা যত বেশি এ ধর্ম চর্চা করবে তারা তত বেশি ধর্ম সর্ম্পকে জানতে পারবে । সমাজের শান্তি আয়ায়নে এ ধর্মের চর্চা ও অনুশীলন করার আহবান জানান ।
ছবি সংযুক্ত বাঁশখালীর ধর্মচক্র প্রগতি বিহারে কঠিন চীবর দান সভায় বক্তব্য রাখছেন ভিক্ষুসংঘ ও অতিথিবৃন্দ।