(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরীস্থ মা-আয়েশা কমিউনিটি সেন্টার হল রুমে (শুক্রবার)সকাল আটটা থেকে হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাছের এর সভাপতিত্বে শুরু হয় বার্ষিক সাধারণ সভা (এ.জি.এম)২০২১ ইং এবং ত্রি-বার্ষিক নির্বাহী পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ।
ভোট শেষে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় নির্বাচিত প্রার্থীদের নাম।
নির্বাহী পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীরা হলেন,
মোহাম্মদ জুনায়েদ চৌধুরী পিপলু,কাজী মুহাম্মদ মহসিন উদ্দিন,শফিক আহমদ,মাষ্টার মোহাম্মদ হাছান,মোক্তার আহমদ,ডা.সৈয়দ মোঃআজিম উদ্দিন,মোহাম্মদ শাকিল,মাষ্টার মোহাম্মদ ইউনুচ,এ.কে.এম মাঈনু উদ্দিন,এডভোকেট আনোয়ার সাদাত।
সার্বিক সহযোগিতা ছিলেন,মোহাম্মদ শাকিল, মোহাম্মদ গিয়াস উদ্দিন,আনোয়ারুল আজিম (আজম)।এসময় বক্তব্য রাখেন,কাজী মোহাম্মদ মহসিন,জোনায়েদ চৌধুরী পিপলু,মোহাম্মদ ইউনুচ,সেলিম উদ্দিন,মোহাম্মদ নাছির,তারেক হোছাইন,এডভোকেট আনোয়ার সাদাত প্রমূখ।