ওমানস্থ বাংলাদেশের সোশ্যাল ক্লাব ও মিডিয়াকর্মীদের দায়িত্ব বণ্টন ও ওমানে বসবাসরত তরুণদের নিয়ে একটি যুব উইংস গঠন করার উপলপক্ষ্যে ক্লাবের হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সোশ্যাল ক্লাব এর সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায়, এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম, আজিমুল হক বাবুল, আনোয়ার হোসেন, মহসীন আলী সরকার,সিরাজুল হক, নুরুল আমিন, মোহাম্মদ শাহজাহান, দিদার ভান্ডারী, নুরুল আজিম মানিক প্রমূখ।
ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরামর্শে সোশ্যাল ক্লাবের যুব উইংস দেশপ্রেমে জাগ্রত হয়ে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ও দেশীয় ঐতিহ্য লালনে এবং সংস্কৃতি বিকাশে একযোগে কাজ করবে।ওমানের বিভিন্ন প্রদেশ হতে তরুণদের নিয়ে গঠিত হবে এই উইংস।
এছাড়া মিডিয়াকর্মী ও যুব নেতাদের মাঝে বক্তব্য রাখেন, মোহাম্মদ মুজাহিদ বিন আলী, মোঃ শহিদুল ইসলাম ফরিদ, মোঃ হারুন, মোহাম্মদ সোহান, মোহাম্মদ রাশেদ আলম,মোঃ খোরশেদ, মোহাম্মদ রবিউল প্রমূখ।
মিডিয়াকর্মীরা উক্ত ক্লাবের বিভিন্ন বিষয় প্রচার প্রচারণা এবং উইংস গঠনে ওমানের আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও কার্যকরী পরিষদের পরামর্শে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জল করার ব্যাপারে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।