চমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন
ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম মহানগর
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ ২০২১-২২ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ডা. কে এম তানভীরকে সভাপতি ও ডা. মো. খোরশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের কল্যাণে কাজ করার পাশাপাশি রোগীদের সেবায় নিজেদের সংঘবদ্ধভাবে আত্মনিয়োগ করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ডা. কে এম তানভীর বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের কল্যাণ ও রোগীদের সেবায় কাজ করবে এ কমিটি।
ইন্টার্ন চিকিৎসকদের এই প্লাটফর্ম থেকে গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে বলেও জানান নবগঠিত কমিটির এই সভাপতি।
তবে সংশ্লিষ্টরা বলছেন, রোগীদের সেবা নয়; মূলত নিজেদের কল্যাণেই কাজ করবে ইন্টার্ন ডাক্তারদের এই কমিটি। নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া, সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ের প্লাটফর্ম হচ্ছে এই কমিটি। ডাক্তারদের পেশাই হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া। অতএব রোগীদের সেবা দেওয়ার জন্য আলাদা কমিটি গঠনের প্রয়োজন নেই।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হওয়া নাছরিন নামে একজন রোগীর স্বজন বলেন, দাবি আদায়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যৌথভাবে অংশগ্রহণের জন্যেই তাঁরা কমিটি গঠন করে। এছাড়া রাজনীতি, হরতাল, মারামারিতে তাঁরা লিপ্ত হয়। এতে রোগীদের সেবা তো দূরের কথা উল্টো চিকিৎসা কাজে ব্যাঘাত ঘটে বলেও তিনি অভিযোগ করেন।