নিজস্ব প্রতিবেদক :-
ঢাকা উত্তরা সেল্ফ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ নভেম্বর দি ক্যাফে রিও তে চট্টগ্রামের কৃতি সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবীদ ও ক্রীড়া সংগঠক বোয়ালখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র জহুরুল ইসলাম জহুরকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম হান্নানের সভাপতিত্বে সমন্বয়ক মোঃ আবু সাদেক এর পরিচালনায় এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। এতে বক্তব্য রাখেন সমাজসেবক মো: জাসিব, পূর্বাশার আলো’র প্রতিষ্ঠাতা লেখক আতিকুর রহমান আতিক, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মহিন, মো: সুমন, মো: গোলাম মোস্তফা, মো: এমদাদুল হক, তরুণ কুমার ঢালী, মো: কামরুল প্রমুখ।
প্রধান অতিথি মোঃ জহুরুল ইসলাম জহুর বলেন, সেল্ফ ফাউন্ডেশন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় মানুষের জন্য যে মানবিক কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়, সমাজে পিছিয়ে পড়া এতিম ও হাফেজখানায় তাদের সহযোগিতা যেনো আল্লাহ কবুল করে। সেল্ফ ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর আগামীর বাংলাদেশে উন্নয়নে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা। বাংলাদেশে প্রতিটি জনপদে সেল্ফ ফাউন্ডেশনের মতো সমাজের গরীব দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর দারিদ্র্য মুক্ত সমাজ গড়ে তোলার সহায়ক হবে এতে কোন সন্দেহ নেই। আমি এই সংগঠনের সফলতা কামনা করছি।