জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ ফাতেহায়ে ইয়াজদাহুম ও শাহছুফি সৈয়দ ফজলুল হক শাহ্ (র:)’র ওরশ শরীফ উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ নভেম্বর সাতবাড়িয়া মুন্সিভাটা বাগ-এ- গণী ভাণ্ডার শাহছুফি সৈয়দ নুরু-ন-নবী শাহ্ (রহ:)মাজার প্রাঙ্গণে এ উপলক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে সকালে খতমে কোরআন,বাদে মাগরিব গেয়ারবী শরীফ পাঠ,বাদে এশা ওয়াজ মাহফিল ও ছেমায়ে জিকির শেষে তবারুক বিতরণ করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক দিদারুল হক দস্তগীরের সভাপতিত্বে তকরির করেন মাও.রমিজ আহমদ ছমদি, এসময় উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা খোরশেদ উদ্দিন আহমেদ মিন্টু,সাংবাদিক যথাক্রমে ফায়জুল হক দস্তগীর, আজিমুশ শানুল হক দস্তগীর, সার্ভেয়ার সাহেদ হোসেন,শফিউল্লাহ, কাওয়াল শফি, ফয়সাল সিদ্দিকী ইমন প্রমূখ।