ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম মহানগর
খেলার মাঠে নিজ দেশের পতাকা লাগিয়ে অনুশীলন করায় পাকিস্তান ক্রিকেট টিমকে তাদের দেশে ফেরত পাঠাতে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নিচ তলায় বইবিপনী কেন্দ্র ‘বাতিঘর’ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. মুরাদ হাসান।
আমাদের চেতনায় আঘাত করা হয়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেটকে আজ সারাবিশ্বে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই সারাবিশ্বের ক্রিকেট দল বাংলাদেশে আসবে এবং খেলবে এটাই স্বাভাবিক।
কিন্তু ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ৭১-এ আমরা যাদেরকে পরাজিত করেছি সেই পাকিস্তান দলের খেলোয়াড়রা মুজিব শতবর্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের বর্ষে পাকিস্তানী পতাকা নিয়ে বাংলাদেশে প্র্যাকটিস করার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না এবং মেনে নিতে পারি না বলে মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী।
এই ঘটনার জন্য পাকিস্তানী টিমকে তাদের পতাকাসহ সেদেশে ফেরত পাঠানোর দাবিও জানান ডা. মুরাদ হাসান। তিনি বলেন, খেলোয়াড়দের নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু প্র্যাকটিসের সময় পাকিস্তানি পতাকা নিয়ে মাঠে নামবে, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি মনে করি পতাকাসহ তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত।
এসময় তিনি আরও বলেন, পতাকা লাগিয়ে কিসের প্র্যাকটিস? নাটক? সিনেমা? ভন্ডামি? এসব করতে দেওয়া উচিত না।
উল্লেখ্য, সোমবার মিরপুরের একাডেমিতে পাকিস্তান দল নিজেদের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হওয়ার পরই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশে পতাকা দোলানোর নিয়ম-নীতি থাকলেও অনুশীলনের সময় সরাসরি মাটিতে পাকিস্তানের পতাকা গাঁথাকে অনুচিত মনে করছেন অনেকে।
মিরপুরে পাকিস্তান দলের অনুশীলনের মাঝেই একাডেমির নেটের বামপাশে দুটি পতাকা নিয়ে হাজির হন পাকিস্তানের কোচিং স্টাফ। দুই নেটের দুই পাশে দুটো পতাকা গেঁড়ে অনুশীলন শুরু করেন তারা। বাংলাদেশে আগে কখনও কোনও সফরকারী দল এভাবে নিজ দেশের পতাকা টানিয়ে অনুশীলন করেনি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।