নিজস্ব সংবাদদাতঃ- চট্টগ্রামের
:পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেন মধু (২৩ নভেম্বর) মঙ্গলবার দুপুরে পটিয়া নিবার্চন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী নিকট মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সমাজসেবক ডাক্তার অনাধী কুমার দাশ, শাহজাদা শাহ আলম গরিবী, মো: ইকবাল আহমদ, মিন্টু কুমার দাশ, আবু তৈয়ব সর্দ্দার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ইউপি আনোয়ার হোসেন মধু জানান, বিগত পাঁচ বছরে কোলাগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রতিটি পাড়া মহল্লায় রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন করেছি এবং সাধারন জনগনের পাশে থেকে তাদের সুখে দুঃখের সারথী হয়েছি। তাই এলাকাবাসীর অনুরোধে পুনারায় ইউপি সদস্য পদে নিবার্চনে অংশ নিচ্ছি। আজীবন জনগনের সেবক হিসেব কাজ করে যাব, আশাকরি জনগনের ভালবাসায় আবার নিবার্চিত হবো ইনশাল্লাহ। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।