আফনান চৌধুরী, বাঁশখালী :
সাতকানিয়ায় ড্রাম্পার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে সাতকানিয়া-বাঁশখালী গুনাগরি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বান্দরবানের কালাঘাটা এলাকার ছোটন দাস (৪৫) ও তার ছেলে শুভ্র দাস (১২)। আহতরা হলেন— শুভ্র দাসের মা সোনালী দাস (৩৫), সিএনজি চালক বাঁশখালী কালিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মর্তুজা আলী (৩১) এবং সিএনজি যাত্রী এওচিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. পারভেজ।
বাঁশখালী মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান মো. আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতকানিয়া-বাঁশখালী সড়কে দুর্ঘটনার ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাটি সাতকানিয়া-বাঁশখালীর সীমান্তে হওয়ায় আহতদের বাঁশখালী মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। পুলিশের একটি টিম দুর্ঘটনাটি তদন্তে কাজ করছে।