চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিশাল মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (২৪নভেম্বর) উপজেলার ভেন্ডিবাজারস্থ আপন কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে গতরাতে মহাসড়কে টায়ার জালিয়ে প্রতিবাদ করে জনতা।
সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, আলমগীর হোসেন, সবুজ চৌধুরী, বোরহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এ সময় চকরিয়ার প্রধান সড়কে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।
মানববন্ধনে শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।