মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,ব্যুরো চীফ।
সুইপিং কাজে গতি পেয়েছে নগরের বিভিন্ন সড়কের ধুলোবালি পরিষ্কারে গৃহীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কার্যক্রমে। স্বয়ংক্রিয়ভাবে ধুলোবালি পরিষ্কারে নগরীতে দৈনিক দুটি আধুনিক ভ্যাকুয়াম টাইপ ‘সুইপিং গাড়ি’ কাজ করছে। একইসঙ্গে তিনটি পানিবাহী ভাউজার ও টেক্টর দিয়ে ছিটানো হচ্ছে ৩০ হাজার লিটার পানি।
গত ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। সর্বশেষ গতকাল সোমবার অক্সিজেন মোড় থেকে বঙ্গবন্ধু এভিনিউ সড়ক, ওয়াসা মোড় থেকে টাইগারপাস হয়ে বারিক বিল্ডিং নিমতলা পর্যন্ত অংশে ধুলোবালি পরিষ্কার ও পানি ছিটনো হয়েছে।
আজ মঙ্গলবার নিউমার্কেট থেকে কদমতলী আমবাগান হয়ে অলংকার মোড় এবং সিটি গেইট পোর্ট কানেকটিং রোড হয়ে নিমতলা পর্যন্ত পরিষ্কার করা হবে। আগামীকাল বুধবার নিমতলা হয়ে ফ্রি-পোর্ট, সিমেন্ট ক্রসিং হয়ে বিজয় নগর এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট হতে সী বিচ হয়ে কাটগড় মোড় ও সিমেন্ট ক্রসিং পর্যন্ত পরিষ্কার করা হবে।