[পটিয়া প্রতিনিধি ]
৪র্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটিয়ার ৪নং কোলাগাঁও ইউনিয়ন হতে নৌকা প্রতিকে মনোয়ন পত্র দাখলি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ নুর। পটিয়া উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দানকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম শামসুজ্জামান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, হাবীব মেম্বার, আবু তৈয়ব মেম্বার, আমছুর মেম্বার, সুজিৎ বড়ুয়া শিমুল, আলী আশরাফ, মো. ইউসুফ, মো. ইউনুচ, রোকনুজ্জামান, শাহদাৎ হোসেন সুজন, মো. মুছা, মোজাহের মিয়া, মো. ওসমান, মো. নাজের, নাজিম উদ্দিন রনি, আনিসুল ইসলাম সৌমিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ সকল প্রকার মান, অভিমান ও ভেদাভেদ ভুলে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে স্বাধীনতা, গনতন্ত্র ও উন্নয়নের প্রতিক নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।