দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত সভায় বোর্ড অফিস বাজারের ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষার্থে বাজার কমিটি গঠন, পাহাড়াদার বৃদ্ধিকরণ, সম্পূর্ন বাজারে সিসি ক্যামেরার আওতায় আনাসহ বিভিন্ন কার্যক্রমে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুস সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান সিকদার, উপ-পরিদর্শক দুমকি থানা সঞ্চিব কুমার সরকারসহ ব্যবসায়ী,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।