দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ-দুমকিতে উপজেলা মৎস অফিস ও দুমকি থানা পুলিশের অভিযানে জব্দকৃত এক টন জাটকা ইলিশ দুমকির বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদের নির্দেশে মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। এর আগে উপজেলা মৎস অফিস ও দুমকি থানা পুলিশ শনিবার বিকেলে দুমকির পাগলার মোড় এলাকা থেকে ঢাকা (মেট্রো -ট ১১-৬৯৩৯) একটি পন্যবাহী ট্রাক থেকে ৬’শ কেজি এবং কুয়াকাটা – ঢাকাগামী একটি পরিবহন বাস থেকে ৪’ শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে দুমকি থানা পুলিশকে সঙ্গে নিয়ে লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজার সন্নিকটে পাগলার মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি পণ্যবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১টন জাটকা জব্দ করেন। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।