দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জমিজমা ভাগবাটোয়ারার জেরে ভাইয়ের ছেলের স্ত্রী নাজমা বেগম (৩০)কে কুপিয়ে জখম করেছে চাচাশশুর মজিবর মোল্লা। বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল ৭টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লাবাড়িতে ঘটনাটি ঘটে। আহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টায় শ্রীরামপুর গ্রামের ভাতিজা অলি মোল্লার স্ত্রী নাজমা বেগম (৩০) এনজিও কর্মীর কাছে কিস্তির টাকা জমাদিতে গেলে একই বাড়ির সম্পর্কে চাচাশশুর মজিবর মোল্লার সাথে কথার কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহতের ডাকচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দুমকি প্রথমে থানায় ও পরে উপজলা হাসপাতালে ভর্তি করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।