মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,ব্যুরো চীফ,
আহমেদাবাদভিত্তিক নতুন দুই দল যুক্ত হওয়ায় প্রায় দুই মাস স্থায়ী হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৫তম আসরকে সামনে রেখে চূড়ান্ত হয়েছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা, সেখানে প্রকাশ হয়েছে, আইপিএল নিলামের আগে কে কোন দলে থেকে গেলেন,
বর্তমানের আটটি দল ইতোমধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে জমা দিয়েছে। আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলামে অংশ নিতে বাংলাদেশ তারকা সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স,
অন্যদিকে বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি রাজস্থান রয়্যালস। সাকিব আল হাসান গত মৌসুমে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। টুর্নামেন্টের ভারত পর্বে ব্যাট-বল হাতে খুব বেশি আলো ছড়াতে পারেননি তিনি। ভারত পর্বে ৩ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩৮ রান ও বল হাতে ২ উইকেট নেন তিনি,
ফলে একাদশ থেকে জায়গাও হারান সাকিব, অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কষ্টে ফেসবুকে নিজেদের হতাশার বার্তা দিয়েছে রাজস্থান,
রাজস্থান মুস্তাফিজকে ধরে রাখতে না পারার প্রতিক্রিয়ায় জানায় ফেসবুকে। ২২ সেকেন্ডের ১টি ভিডিও প্রকাশ করে তাতে ক্যাপশন দেয় ছেড়ে যেতে চায়না মন, ভিডিও তে দেখা যায় যে মুস্তাফিজ আইপিএল ১৪ আসর শেষ করে টিম হোটেল ত্যাগ করছে আর সবাই তাকে আন্তরিক ভাবে বিদায় দিচ্ছে,
তবে অবশ্য শুধু সাকিব-ফিজকেকে ছেড়ে দিয়েছে বললে ভুল হবে। তারা রাখেনি ইয়ন মরগান ও ভারতীয় ব্যাটার শুবমান গিলকেও। সাকিব এর আগে ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন কলকাতায়, দলটির দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি,পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি,
২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে খেলেন তিনি দুটি আসরে, গত আইপিএলে নিজের পুরনো ঠিকানায় ফেরেন তিনি।নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা,
এদিকে মুস্তাফিজকে গত আইপিএলের নিলামে ১ কোটি রুপিতে দলে নিয়েছিল রাজস্থান।আরব আমিরাতে দলের সাত ম্যাচেই খেলেন তিনি। উইকেট নেন ৬টি। সব মিলিয়ে আসরে ১৪ ম্যাচে ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে বাঁহাতি এই পেসারের উইকেট ছিল ১৪টি,