সেলিম চৌধুরী নিজস্ব সংবাদাতাঃ- চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম লটারি মাধ্যমে আনারস প্রতিক পেয়েছেন।৭ ডিসেম্বর দুপুরে উপজেলা রিটানিং কর্মকর্তা দুই প্রার্থী আনারস প্রতিক পাওয়ার আবেদন করলে এতে নির্বাচনে সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা লটারি মাধ্যমে প্রতিক বরাদ্দ আয়োজন করে দিদারুল আলম ও শাহাদাত হোসেন সবুজ লটারি অংশ গ্রহণ করে। ফলে আনারস প্রতিক পান মোহাম্মদ দিদারুল আলম। প্রতিক পাওয়ার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম সাংবাদিকদের জানান, একটি অবাধ সুষ্ট সুন্দর নির্বাচন আয়োজন করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহীনীর প্রতি আহবান জানান। তিনি জঙ্গলখাইন ইউনিয়নবাসীর হয়রানি মুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে বর্তমানে পিছিয়ে পড়া জঙ্গলখাইন ইউনিয়নে উন্নয়ন ধারা এগিয়ে নিতে তিনি দলমত নির্বিশেষে তাকে আগামী ২৬ ডিসেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান।