মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী রাউজান প্রতিনিধি
রাউজান উপজেলাস্থ কদলপুর শাহী দরবার শরীফের মাজার ও মসজিদের প্রতিষ্ঠাতা, প্রাক্তন পেশ ইমাম অলিয়ে কামেল হযরত হাফেজ ক্বারী মাওলানা আব্দুল জব্বার শাহ (র:) এর ৩৪তম বার্ষিক ওরশ শরীফ ৬ডিসেম্বর সোমবার হুজুরের নাতি, পীরজাদা অলি উদ্দিন শাহ আল আশরাফি এর ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদায় মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ওরশ শরীফ উপলক্ষে সকাল থেকে পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা আখেরী মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফ সম্পন্ন হয়। ওরশ শরীফে আগত বিশেষ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা জামাল উদ্দিন শাহ, শাহজাদা হাসান শাহ, শাহজাদা খোকন শাহ, শাহজাদা মাওলানা নেজাম উদ্দিন শাহ, শাহজাদা নাহিদ শাহ, চট্টগ্রাম হযরত আমানত শাহ (র:) দরবারের আওলাদে পাক শাহজাদা মোহাম্মদ জুহায়ের, আগ্রাবাদের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনজু মিয়া,, বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোহাম্মদ নবাব আলী,, গাউছিয়া কমিটি সংযুক্ত আরব আমিরাত শাখার অর্থ সম্পাদক শাহজাদা ফজল করিম শাহ,, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজগর খান, মোহাম্মদ জালাল উদ্দিন মানিক, মোহাম্মদ রমজান আলী সহ বিভিন্ন দরবার থেকে আগত মেহমানবৃন্দ। উল্লেখ্য যে, আগামী ১০ই ফাল্গুন ২৩ফেব্রুয়ারি শুক্রবার হযরত আশরাফ শাহ ও হযরত আবু শাহ বলখী (র:) এর বার্ষিক ওরশ শরীফ দরবার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হবে,, এতে সকলের প্রতি ইমানী দাওয়াত প্রদান করেন পীরজাদা অলি উদ্দিন শাহ আল আশরাফি।