ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম মহানগর
দুই দিন পেরিয়ে গেলেও নালায় পড়ে নিখোঁজ শিশু কামালকে(১৪) উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। গত সোমবার(৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর চশমা খালে নিখোঁজ হওয়ার একদিন পর মঙ্গলবার বিকেল থেকে শিশুটিকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস। শিশুটি খালে বোতল কুড়াতে নেমেছিল।
রাত ৮টার দিকে প্রথমদিনের উদ্ধার অভিযান সমাপ্ত করা হলেও বুধবার (৮ ডিসেম্বর) সকাল নয়টা থেকে আবারও উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস।
বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমদ দৈনিক দেশ বার্তাকে জানান, আমরা নিখোঁজের খবর পেয়েছি একদিন পর। এরপর সাথে সাথে আমরা উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়ি। ড্রেনে ময়লার পরিমাণ বেশি থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে আমাদের বেগ পেতে হচ্ছে। আমরা এখন ময়লা সরানোর চেষ্টা করছি। আশা করছি ময়লাগুলো সরাতে পারলে শিশুটিকে খুঁজে পাওয়া যাবে।
এসময় নিরাপত্তা বেষ্টনী দিয়ে ড্রেনেজ ব্যবস্থার নির্মাণকাজ পরিচালনা করার প্রতিও গুরুত্বারোপ করেন ফায়ার সার্ভিসের এই স্টেশন অফিসার।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সেহেরীন মাহবুব সাদিয়া নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আগ্রাবাদের মাজার গেট এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয়। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এছাড়া ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় বৃষ্টির পানির তীব্র স্রোতে ড্রেনে পড়ে ছালেহ আহমেদ (৫০) নামে আরও এক ব্যক্তি নিখোঁজ হন।