আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের তামিলনাড়ু তে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তার পরিবারকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। তামিলনাড়রর কুনুর এলাকার নীলগিরিতে ওই ঘটনা ঘটে। হেলিকপ্টারে জেনারেল বিপিনের স্ত্রী, ডিফেন্স অ্যাসিসট্যান্ট, নিরাপত্তায় নিয়োজিত কমান্ডো ও ভারতীয় বিমান বাহিনীর সদস্যসহ মোট ১৪ জন আরোহী ছিলেন। দগ্ধ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।