আনোয়ারা প্রতিনিধিঃ-
সারাদেশে চলছে ভোটের আমেজ।এর কোনও কমতি নেই দেশের দক্ষিণ পশ্চিম জনপদের।আগামী ৫ই জানুয়ারী ২০২২ইং পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।
বুধবার(৮ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী হাসান জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়নবাসীর সুখে-দুখে পাশে আছি। মহামারী করোনার সময় ৯নং পরৈকোড়া ইউনিয়নের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়া সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। সুষ্ঠ্যু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।
এ সময় ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দানে সহযোগীতা করেন।