জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সায়েম নৌকা প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
গত ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলামের হাতে এ মনোনয়ন পত্র দাখিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, পৌরসভা আ’লীগের আহবায়ক এম কায়ছার উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী ।
এসময় বৈলতলী ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সায়েম বলেন, আমি আপনাদের সেবক হতে চাই শাসক নয়। আমাকে ৫ টি বছর আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি বৈলতলী ইউনিয়নকেএকটি আধুনিক ইউনিয়নে পরিণত করব।
ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই , ১৩ থেকে ১৫ ডিসেম্বর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের , ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হবে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর ও ভোটগ্রহণ ৫ জানুয়ারী’ ২২ অনুষ্ঠিত হবে ।