জোড়া খুনের লাশের দুই ফিট দূরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন -ওসি শাহ্ কামাল আকন্দ।
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
পুলিশ জনগণের বন্ধু। ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নে ঘটে যাওয়া জোড়া খুনের বিষয়ে পুলিশি তৎপরতা ও সিরতা নয়াপাড়া এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পুলিশ প্রশাসন।
জোড়া খুনের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)।
এ ঘটনার পর থেকেই সিরতা ইউনিয়নসহ আশপাশের এলাকা গুলোতে রয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা।
ঘটনা স্থলে রয়েছে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার), কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক আহমেদ সহ কোতোয়ালী মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ। রয়েছে গোয়েন্দা সংস্থা ও RAB। পাশাপাশি রয়েছে বিভিন্ন সংবাদ কর্মীও।