জেপুলিয়ান দত্ত জেপু,চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার খুটাখালী-ডুলাহাজারা ও মালুমঘাটস্হ মহাসড়কের লাগোয়া খালি জায়গাতে ভাসমান দোকান বসিয়ে ইজারা আদায় ও যততত্র ভাবে থ্রী-হুইলার গাড়ীর পার্কিংনে লেগে আছে যানজট।ফলে শিক্ষার্থী সহ পথচারীদের চলাচল ব্যাহত। এমন অভিযোগ সাধারণ পথচারী সহ সচেতন মহলের।
সরেজমিনে গেলে দেখা যায়,খুটাখালী,ডুলাহাজারা ও মালুমঘাটস্হ মহাসড়কের দু’পাশে যত্রতত্র সি,এন,জি,অটোরিক্সা, টমটম ও মাহিন্দ্রার মত কয়েক শতাধিক থ্রী হুইলার গাড়ীর পার্কিংনে লেগে আছে সকাল,সন্ধ্যা ও রাত পর্যন্ত ব্যাপক যানজট।এরই পাশাপাশি খুটাখালীস্হ মহাসড়কে লাগোয়া কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশে মহাসড়কের দুই হাতের ভিতরে স্হায়ীভাবে ঝুপড়ি দোকান,একইভাবে পূর্বে পাশে ঝুপড়ি দোকান ও পশ্চিম পাশে কবরস্হান সংলগ্ন জায়গায় ভাসমান দোকান বসিয়ে অবৈধভাবে ইজারা আদায় ও পাশাপাশি জায়গার মালিক ভনে সেলামি আদায় করা হচ্ছে।ঠিক তেমনিভাবে ডুলাহাজারাস্হ মহাসড়কের দুই পাশে রয়েছে ভাসমান দোকান ও সড়কের উপর সহ যত্রতত্র পার্কিং ও মালুমঘাটস্হ মহাসড়কের দুই পাশে রয়েছে ভাসমান দোকান ও সড়কের উপর সহ যত্রতত্র থ্রী-হুইলার গাড়ীর পার্কিং।
সাধারণ পথচারী ও সচেতন মহলের অভিযোগ-মহাসড়কের দুই পাশে ১০মিটার অর্থাৎ ৩০হাতের ভিতরে কোন ধরণের ফুটপাত,ভাসমান দোকান ও গাড়ীর পার্কিং করে যানজট করা আইনত দন্ডনীয় অপরাধ।হাইওয়ে পুলিশ প্রশাসনের একাধিক বার অভিযান চলার পরেও স্হানীয় প্রভাবশালী ও কিছু রাজনৈতিক ব্যক্তিদের দাপটে চলছে এ নৈরাজ্যকতা।ফলে সৃষ্টি হল যানজট,অবৈধ ইজারা আদায়।বিশেষ করে বাজার ইজারাদারেরাই নিজের ফায়দা লুন্ঠনের জন্য ভাসমান দোকান বসাই।তাদের থেকে মনগড়া হাসিল নামের ইজারা আদায় করা হচ্ছে।ফলে স্কুল,কলেজ,মাদ্রাসায় পড়ুয়া কঁচি শিক্ষার্থী সহ সাধারণ পথচারীদের চলাচলে ব্যাহত হচ্ছে।বাড়ছে র্দুঘটনা।সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত যানজট।
তারা আরো জানান,খুটাখালী বাজার ইজারাদারেরা ডাক নিয়ে সাব-ইজারা দেন আব্দুস সালামকে।মালুমঘাটে সাব ইজারাদার আজম।এই দুই ব্যক্তি সহ ইজারাদারকে এবিষয়ে কঠোর নির্দেশনা দিতে উপজেলা নির্বাহী অফিসারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
যানজটের বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনর্চাজ) মোঃ সাফায়েত হোসেন বলেন,কয়েক মাস পূর্বেও মহাসড়ক সংলগ্ন ভাসমান দোকান উচ্ছেদ ও যত্রতত্র গাড়ী পার্কিং-এ প্রতিরোধ অভিযান পরিচালনা করেছিলাম।এখন যদি আবারো পূর্বের অবস্থা সৃষ্টি হয়।তাহলে বলবো সচেতনতার অভাব।তবুও আমি দ্রুত অভিযান পরিচালনা করবো।