(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে টানা বৃষ্টিতে পাকা ধান, মৌসুমী সবজির বীজতলা, রবি শস্য ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। হটাৎ টানা বৃষ্টি হওয়ায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার হেক্টর সবজি ও ধান ক্ষেত। এ ব্যাপক ক্ষতিতে মূলধন হারিয়ে বসেছে উপজেলার কয়েকশ কৃষক।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান চৌধুরী বরাবর স্বারকলিপি প্রদান করে উপজেলা সমাজ তান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নামে একটি কৃষি সংগঠন।
এ সময় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নেতা অমৃত কারন বলেন,বাঁশখালীতে ঘূর্ণিঝড় জাওয়াদ’ এর প্রভাবে টানা ৩দিনের বৃষ্টিতে পাকা ধান, মৌসুমী সবজির বীজতলা, রবি শস্য ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকশ কৃষক কোটি টাকার লোকশান পড়েছে। অনেকে হারিয়ে বসেছে মূলধন। কেউ আবার নিস্ব হয়ে নিজের ক্ষেতে কাতরাচ্ছে। আমরা উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের জোর দাবি জানায়।