দুমকি,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলার প্রেসক্লাব দুমকীর উদ্যোগে সকাল ১০ টায় প্রেসক্লাব সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাকক্ষে ১২ শ্রেণির মধ্যে অসচ্ছল নারী সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত, প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ রক্তদাতা, জাগ্রত তারুণ্য, বিডি ক্লিন, দুমকি মানব কল্যান সংস্থা, শিক্ষা উন্নয়ন সংঘ, এতিম হাফেজ, নৃত্য শিল্পীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক আংগারিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুলতান আহম্মেদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, প্রেসক্লাব সম্পাদক মোঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর জব্বার হাওলাদার, পবিপ্রবির ছাত্রলীগ নেত্রী রেজওয়ানা হিমেল, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ইত্তেফাক প্রতিনিধি, অধ্যক্ষ জামাল হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি হারুন অর রশীদ, সম্মাননা প্রাপ্ত রক্তদাতা শিক্ষক জায়েদ বিন সুজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজকের সংবাদ প্রতিনিধি মোঃ এবাদুল হক। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা০১ মিনিটে পবিপ্রবি’র কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জলন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন, পবিপ্রবি কতৃপক্ষ পৃথক কর্মসূচি পালনের মধ্যোদিয়ে দিবসটি পালন করেছে।