জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হারলা নয়া পাড়ার ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহুতের্ব ছাদের প্লাষ্টার খসে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।জানা যায় বিগত ৮৮”সালে ওই এলাকায় ৪৫শতক জায়গার উপর নির্মিত স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র ভবনটি নির্মাণ করার পর হতে আর কোন সময় সংস্কার কাজ করা হয়নি । সামান্য বৃষ্টি হলে ছাদের পানি চুসে পরে আসবাব পত্র নষ্ট হয়ে য়াছে। পাশাপাশি কমিনিউটি স্বাস্থ্য কেন্দ্রে ষ্টাপ থাকার জন্য তৈরি করা দুইটি ইউনিট ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাঃ আবদুল জব্বার বলেন, বর্তমানে জরাজীর্ণ ভবনটিতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছি। ভবনটি সংস্কারের জন্য উর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবিহিত করা হয়েছে। চট্টগ্রাম জেলা ডেপুটি ডাইরেক্টর স্বাস্থ্য ও প.প. কর্মকতার্র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই ভবটির সংস্কার কাজ করা হবে।