দেশের স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য জানাতে নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি—–বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিকল বাহার কৃতি সন্তান , বিশিষ্ট শিক্ষাবিদ,সার্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য ,স্কুলের ভূমি দাতা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী নারী শিক্ষার গুরুত্ব উল্লেখ করে এসব কথা বলেন। প্রধান শিক্ষিকা শিউলী আকতারের সভাপতিত্বে শিক্ষক মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ সালাউদ্দিন এর সঞ্চালনায় শিক্ষক তৈয়ব আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা .সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান। এতে আরো উপস্থিত ছিলেন স্কুল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আকতার জাবেদ, বিশিষ্ট সমাজ সেবক ও স্কুল বাস্তবায়ন কমিটির সহ সভাপতি আমজাদ হোসেন, শিক্ষানুরাগী রুহুল আমিন,যুগ্ম সচিব এড গিয়াস উদ্দিন পারভেজ,যুগ্ম সচিব মুহাম্মদ ইকবাল হোসেন, শিক্ষানুরাগী দাতা সদস্য শাখাওয়াত হোসেন, শাহনেওয়াজ কবির মামুন,দাতা সদস্য লেয়াকত আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আকতার,সমাজ সেবক আজগর আলী,আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক আব্দুল মান্নান। স্কুল শিক্ষিকা হুমায়রা মীমের নেতৃত্বে মনোমুগ্ধকর নৃত্য গান কবিতা আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়। শিক্ষক শিক্ষিকা ছাত্রীসহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।