[ মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী ]
ফটিকছড়িতে গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৬তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আগামী ১-১০মাঘ ১৫- ২৪জানুয়ারি পর্যন্ত দশদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম:)।
এই কর্মসূচি সমূহ সফল করার লক্ষে ১৬ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে মাইজভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে এক প্রাক প্রস্তুতি সভা সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শাহ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরি সংসদের সচিব মাষ্টার শেখ মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম:)।
এসময় অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহ্ এমদাদীয়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, দারুত্বায়ালীম সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, দপ্তর সম্পাদক আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন এনায়েত, চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী সহ জেলা, মহানগর, উপজেলা, শাখা দায়রা, খেদমত কমিটির নেতৃবৃন্দ ও সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গ।