চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার কাথরিয়া উওর বাগমারা সোনাইছঁড়ী জামে মসজিদ ময়দান প্রাঙ্গনে সংলগ্ন মুসল্লি ঐক্য পরিষদের উদ্যোগে ১৭ই ডিসেম্বর – রোজ শুকবার ৫ম বাষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সোনাছঁড়ী জামে মসজিদের সভাপতি মোঃ গিয়াস উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে,প্রধান অথিতি ছিলেন,কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী , উদ্ভোধক ছিলেন,সোনাইছঁড়ী জামে মসজিদ এর খতিব,হাফেজ মাওলানা মুবিনুল হক,বিশেষ অথিতি ছিলেন,মোহাম্মদ নুর আহমদ, এডভোকেট মিজানুর রহমান, প্রধান মুফাছির বান্দরবান জজকোর্ট জামে মসজিদ এর খতিব,হাফেজ ক্বারী মাওলানা মুজিবুল হক, প্রধান বক্তা কদমতলী রওশন জামে মসজিদ খতিব হাফেজ মাওঃ ইসমাইল হানাফী,বিশেষ বক্তা ছিলেন, মাওলানা সিহাব উদ্দীন,মাওলানা ইদ্রিছ,মাওলানা হেলাল উদ্দিন
বক্তরা বলেন,মুসলিম জাতি যতক্ষণ রাসূল্লাহর সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকলে মুসলিম উম্মাহ কখনো পথভ্রষ্ট হবে না। এতে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া করেন।