রাজীব নাথ
মহানগর প্রতিনিধি
নগরীর হাটহাজারী রোডস্থ বায়েজীদ বোস্তামী থানা বালুছড়া আহম্মদ আলী রোডে বখতেয়ার কলোনীতে অজানা কারনে আগুন লেগে আশি পরিবার ভাড়াটিয়ার সমস্ত কিছু পুড়ে ছাই, স্থানীয় সূত্রে জানা যায় বিকাল ৬ টার নাগাদ আগুন লাগলে এলাকার জনগন, পার্শ্ববর্তী রয়েল টেক্সের শ্রমিক, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠনের কর্মী রা টানা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়,এতে উক্ত কলোনির মালিক মোঃ বখতে য়ার দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়, পড়ে ভুক্তভোগী পরিবার গুলো আশেপাশের বিভিন্ন মিল, কারখানা, পরিত্যাক্ত ভবনে আশ্রয় নেয়, তৎখানিক ঘটনার খবর পেয়ে দুস্থ পরিবার গুলোর মাঝে, এলাকার রহমান ম্যানসনের মালিক হাজী মোঃজসীম সাহেব শীতের কম্বল, বখতেয়ার সাহেব, রাতের খাবার, নাম অজানা বিভিন্ন মহল গন্যমান্য ব্যাক্তিবর্গ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়,, অর্থ সম্বল হারা পরিবার গুলোর দাবি বিভিন্ন সরকারী বেসরকারী সহায়তা সঠিক বন্টনের মাধ্যমে দিলে তারা আবার স্বাবলম্বী হতে পারবে,