নিজস্ব সংবাদদাতাঃ- পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুল হক চৌধুরী টেলিফোন মার্কায় ভোট চেয়ে কোলাগাঁও টেক, বাণীগ্রাম, মোহাম্মদনগর, চাপড়া, নলন্ধা, কালারপুল এলাকায় ব্যাপক গনসংযোগ করেন। এসময় সমাজ সেবক বিশিষ্ট ব্যাবসায়ী মাহবুবল হক চৌধুরী বলেন, অতীতেও আমার পরিবার এই ইউনিয়নের সাধারন জনগনের পাশে থেকে কাজ করে গেছে। তার ধারাবাহিকতায় বিগত ১০ বছর যাবত কোলাগাঁও ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। তাই কােলাগাঁও ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে দলমত নিবিশেষে আগামী ২৬ ডিসেম্বর টেলিফোন মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, আমি কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসি জনগণ তাদের আমানত ভোট আমার টেলিফোন মার্কায় দিয়ে বিজয়ী করলে আমার সর্বোচ্চ দিয়ে কোলাগাও ইউনিয়নের জনগণের হয়রানি মুক্ত সেবা প্রদান করব। কোলাগাও ইউনিয়নের জনগণের পাশে আগেও ছিলাম ভবিষ্যতে থাকব একটি অনুরোধ টেলিফোন মার্কায় ভোট একটিবার আমাকে বিজয়ী করুন আমি কথা দিলাম জনগণের শাসক নয় সেবক হয়ে কাজ করব।