আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধিঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরৈকোড়া ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ কে জয়ী করতে ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা বৃহস্পতিবার ২৩শে ডিসেম্বর রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মামুন এর সঞ্চলনায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক চৌধুরী বাবুল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য আহমেদুর রশীদ চৌধুরী হিরু,বিশেষ অতিথি ছিলেন বর্তমান পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সদস্য দেবশীষ দত্ত ক্রেডিট,জাফর ইকবাল তালুকদার,বঙ্গবন্ধু শিশুর কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলমগীর তালুকদার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্যে অতিথিরা বলেন,দলের মধ্যে হিংসা-বিদ্বেষ না রেখে নৌকা কে জয় করতে হবে। আর উন্নয়নের প্রতীক নৌকা কে বিজয় করতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন।