চোটের কারণে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। অন্যদিকে বিশ্রামে ছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার ও অধিনায়ক লিওনেল মেসি। দলের সেরা দুই তারকার অনুপস্থিতি টের পেতে দেননি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের ভেলায় চড়ে দাপুটে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি কাপের রাউন্ড অব সিক্সটি ফোরে রবিবার (১৯ ডিসেম্বর) রাতে এসসি ফেইগনিসের মুখোমুখি হয় পিএসজি। হেইনাট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-০ গোলের জয় পেয়েছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এই জয়ের মধ্য দিয়ে শেষ ৩২ এ জায়গা নিশ্চিত হলো ফরাসি জায়ান্টদের। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। তাদের পরিকল্পিত ফুটবলের কাছে অনেকটাই দিশেহারা হয়ে পড়ে ফ্রান্সের পঞ্চম স্তরের দলটি। ম্যাচের তিন গোলের মধ্যে দুটি হয়েছে বিরতির আগে। ব্যবধান আরো বাড়ানোর সুযোগ ছিল পিএসজির সামনে। কিন্তু নিজেদের ভুলে সেটা করে দেখাতে পারেনি প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় পিএসজি। স্পট কিক থেকে জালে বল জড়ান এমবাপ্পে। ৩১ মিনিটে স্পট কিক থেকে ফের ফরাসি জায়ান্টদের এগিয়ে নেন আর্জেন্টােইন তারকা মাউরো ইকার্দি। বিরতি থেকে ফেরার ছয় মিনিট পর দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।