শিকল বাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার আজাদ আহমদ এর সাথে ৯২ ব্যাচের বন্ধুদের সৌজন্য সাক্ষাৎ।
৯২ ব্যাচের আহ্বায়ক মুহাম্মদ ইকবাল হোসেন এর নেতৃত্বে ৯২ব্যাচ প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এর বন্ধুগন আজাদ এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।
একান্তই আলাপচারিতায় সকলে পরামর্শ দেন এবং আশা প্রকাশ করেন এই জয় মানুষের ভালবাসার প্রতিফলন তাই বন্ধু কে মানুষের জন্য কাজ করে যেতে হবে।সকল শ্রেনী পেশার মানুষের পাশে বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে হবে, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা সমূহ সমস্ত এলাকায় ইনসাফের সাথে সমভাবে বন্টন করতে হবে, রাস্তা ঘাট সংস্কার ,নালা নর্দমা নির্মাণে বেশি নজর দিতি হবে বিশেষ করে সব মানুষের সাথে সুন্দর আচরন করে এলাকায় ইভটিজিং ,মাদক,কিশোর গ্যাং রোধে সম্মিলিত ভাবে মোকাবেলা করতে হবে।উপস্থিতি বন্ধু মহল ছিলেন ৯২ ব্যাচ স্কুলের ছাত্ররা- মাহবুবুল আলম জনি,এডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, মামুনুর রশিদ , মাষ্টার হাশেম, মুহাম্মদ মুছা,হুযমান কবির, মোহাম্মদ আজাদ, আব্দুর রহিম, নুরুল আকতার,আবু তৈয়ব , নুর মোহাম্মদ, মোহাম্মদ শাহজাহান,মোহাম্মদ হারুন প্রমুখ।