মোঃ জাহিদুল ইসলাম,দুমকি পটুয়াখালী প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ মিলনায়তনে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলেজ পোশাক, বই, অভিভাবকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সোহরাব হোসেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজের মরহুমা তৈয়বুন্নেছা কল্যান ট্রাস্টের সদস্য আবুল হোসেন, অভিভাবক সদস্য আবু জাফর হাওলাদার, নুরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ জামাল হোসেনসহ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।