এস আল-আমিন খাঁন বরিশাল ব্যুরো।
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম ও সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউক সহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সভাপতি রিয়াজ হোসেন ও সাধারন সম্পাদক এস আল-আমিন খাঁন।
বর্তমান নির্বাচিত সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম সাবেক সভাপতি ছিলেন এছাড়াও চতুর্থ বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হলেন এম. অহিদুজ্জামান ডিউক।
বৃহস্পতিবার (৩০-ডিসেম্বর-২০২১ ইং) তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪০ সদস্যর ভোট গ্রহন শেষে ১৩ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিতদের নাম ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনী কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন, প্রিজাইডিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বায়জিদুর রহমান, সহ-প্রিজাইডিং সামাজ সেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা. নাজমুল হক দায়িত্ব পালন করেছেন।
নির্বাচিতরা হলেন, সাবেক সভাপতি হারুন অর রশিদ খানকে হারিয়ে আমিরুল ইসলাম সভাপতি, সাবেক সাধারন সম্পাদক জলিলুর রহমানকে হারিয়ে এম. অহিদুজ্জামান ডিউক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি প্রভাষক মু. মঞ্জুর মোর্শেদ, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ প্রভাষক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক সহ-অধ্যাপক ইউসুফ আলম সেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, ক্রিড়া সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম, কার্য নির্বাহী সদস্য মুহাম্মাদ আসাদুজ্জামান সোহাগ, দেলোয়ার হোসেন, এবিএম মিজানুর রহমান ও কামরুজ্জামান বাচ্চু নির্বাচিত হয়েছেন।