ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ দোহা’স ফাউন্ডেশন, চট্টগ্রাম পরিচালিত জেলা বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয় ৷
০১ জনুয়ারি ২০২২ ইং রোজ শনিবার স্থানীয় পৌরসভার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে উক্ত অনুষ্টান অনুষ্ঠিত হয়ে দোহা’স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামসুদ্দোহার সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে বিকাল ৪ঘটিকায় শেষ হয় ৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবরঞ্জন দাশ, মহেশখালীর কৃতিসন্তান সিআইপি আলহাজ্ব আব্দুল শুক্কুর ৷ আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গুনীজন, অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷
সিআইপি আব্দু শুক্কুর বলেন, এ প্রতিষ্ঠানটি মহেশখালীতে শিক্ষার মানোন্নয়নে আধুনিকতার ছোঁয়ায় একধাপ এগিয়ে যাবে দোহা’স ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ, মহেশখালী শাখা ৷
বক্তব্যে ইউএনও সাইফুল ইসলাম বলেন, উক্ত ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয় ৷ কিন্তু বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়ার পরিবর্তে উইকিপিডিয়ার মাধ্যমে পরীক্ষা নিয়ে সবাইকে উইকিপিডিয়া উপহার দিয়ে নতুন প্রজন্মকে জ্ঞানের সাগরে স্বাগত জানান ৷
প্রধান অথিতির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, আমরা যারা অভিভাবক হিসেবে আছি তাদের উচিত নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করতে বিভিন্ন শিক্ষা কার্যক্রম গড়ে তোলা ৷ এ পর্যন্ত আমি সাংসদ থাকা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় শিক্ষাকে আমি সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়েছি ৷ এ অঞ্চলের আগামী প্রজন্মকে শিক্ষায় আলোকিত করতে তিনটি টেকনিকেল কলেজের কার্যক্রম চলমান রয়েছে ৷
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দোহা’স ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক জেলা বৃত্তি সমন্বয়ক, ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ-মহেশখালী শাখা”র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শামসুদ্দোহা ৷