এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর পায়রা নদীর পাড় থেকে আরিফুর রহমান অভি (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০২-জানুয়ারি-২০২২ ইং) তারিখ সদর উপজেলার ছোট-বিঘাই ইউনিয়নের নদীর পার থেকে মৃত আরিফের লাশটি উদ্ধার করা হয়। জানাগেছে, গত (২৮-ডিসেম্বর-২০২১ ইং) তারিখ থেকে মৃত আরিফুর রহমান (অভি) নামের এই যুবক নিখোঁজ ছিলেন। মৃত্যু অভি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্য রানিপুর এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।