১ লা জানুয়ারী’বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিশু বন্ধু মুহাম্মদ আলীর জন্মদিন ও নতুন বছর উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাসের সঞ্চালনায় এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনীতিবিদ ড. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা: মোঃ ইউসুফ খান, বিশিষ্ট সমাজ সেবক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
এই সময় প্রধান অতিথি মাসুম চৌধুরী বলেন, নতুন বছর কে স্বাগত জানিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আয়োজন করা হয়, তন্মধ্যে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছেন সেটা খুবই প্রশংসনীয়। তিনি আরও বলেন, যুগে যুগে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভালো মানুষের সংখ্যাম কমছে। তাই সকল কাজের মধ্যে ভালো মানুষদের সম্পৃক্তততা জরুরী।
এই সময় আরও উপস্থিত ছিলেন, পথ শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আলাউদ্দিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এই সময় মুহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি মাসুম চৌধুরী সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।