রামগঞ্জ থেকে ঃ পাটোয়ারী হোসেন শরীফ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৫টি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ড. আনোয়ার খান। রবিবার ০২ জানুয়ারি সকালে ১নম্বর কাঞ্চনপুর ইউপির খলিফার দরজা থেকে বরিয়াইশ ব্রীজ পর্যন্ত, পৌরসভা গেট থেকে উপজেলা পরিষদ, বালুয়া চৌহমুনী থেকে সমিতির বাজার, সমিতির বাজার থেকে জকসিন ও এরশাদ হোসেন সড়কসহ ৫টি সড়কের উদ্বোধন করা হয়েছে। এ রাস্তার রক্ষণাবেক্ষণ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ১৬ কোটি টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন, থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, রামগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন,ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, জাবেদ হোসেন, নাসির উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফায়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া,যুগ্ম আহবায়ক অপু মালসহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।