জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
আসন্ন ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আ’লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন রফিকুল ইসলাম। ৩ ডিসেম্বর বিকেলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেইট থেকে শতাধিক মোটরযান ও মোটরবাইক বহর নির্বাচনী ইউনিয়নগুলো প্রদক্ষিণ করে। এ সময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় তার সাথে পথসভায় মিলিত হন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগ নেতা আবু জাফর, আমিনুল হক আকতার উদ্দিন, রুবেল উদ্দিন, ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম জয়, মেহেদী হাসান শিপন, রাফি, গিয়াস, ফাহিম, তানিম, সিমনসহ অর্ধ-শতাধিক নেতা কর্মী।