শোক সংবাদ
সফিয়া খাতুন
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক অলি হোসেন মুন্সি’র মাতা, চৌধুরী পাড়ার বিশিষ্ট সমাজসেবক সফিয়া খাতুন ৫ জানুয়ারি ভোরে বার্ধক্যজনিত কারণে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে যান। আজ বুধবার বাদে আছর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোক: মরহুমের মৃত্যুতে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইফতেখার, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি আজম খান, ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিনসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।