মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,ব্যুরো চীফ,
একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী বলেন চট্টগ্রামের মেয়র ইনশাল্লাহ চট্টগ্রামের পরিবর্তন আনতে পারবে। কারন মেয়রের সততা ও আন্তরিকতা আছে,
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল রাজধানীর শেরে-
বাংলা নগরে এনইসিতে একনেক বৈঠক হয়-সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
প্রকল্প উন্নয়ন প্রস্তাবনায়( ডিপিপি) এক হাজার ৯৯২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার টাকা সরকারি অর্থায়নে বাকী ৪৯৮ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার টাকা ম্যাচিং ফান্ড হিসাবে চসিকের অর্থায়ন করার প্রস্তাব ছিল।
একনেক সভায় উপস্থিত মেয়র মাননীয় প্রধানমন্ত্রী কে
বলেন নেত্রী সাড়ে ১১শ কোটি টাকা দেনা আছে কর্পোরেশন-উন্নয়ন কাজ করতে সমস্যা হচ্ছে-এর মধ্যে
ম্যাচিং ফান্ডের টাকা কীভাবে পরিশোধ করবো?মাননীয় প্রধানমন্ত্রী-আপনি প্রকল্পের সম্পূর্ণ অর্থ জিওবি ফান্ড করে দিন।মানবতার নেত্রী মেয়রের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং মেয়রের অনুরোধে চসিক কে জিরো ম্যাচিং ফান্ড করে দিলেন-এখন প্রকল্পটি শতভাগ সরকারী অর্থায়নে!এবং হাসিমুখে মেয়র কে বলেন তোমাকে ইংরেজি নববর্ষের শুুভেচ্ছা।