মোঃ কেফায়েত উল্যাহ, হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ
হাতিয়া উপজেলায় কোভিড-১৯ এর করোনার টিকার প্রথম ডোজ দেয়া হয় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৩৪১ জন শিক্ষার্থীকে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকে হাতিয়া উপজেলার মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৩৪১ জন শিক্ষার্থীকে কোভিড -১৯ এর করোনার ফাইজা আরো টিকা দেওয়া শুরু হয়।এছাড়া অষ্টম ও নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।
প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হয়। এ সময় কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন।
ফাইজা আরো টিকার প্রথম ডোজ গ্রহণ করেন, জাহাজমারা উচ্চ বিদ্যালয় ১১৬৫জন,বুড়িরচর শহীদ আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ১২৭৭জন,এ.এম.উচ্চ বিদ্যালয়৮৮২জন,চরকিং উচ্চ বিদ্যালয় ৪২৫ জন,সুখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ৫৯২জন শিক্ষার্থীদের ফাইজা আরো টিকা দেওয়া হয়।