মোঃ জাহিদুল ইসলাম, দুমকি পটুয়াখালী প্রতিনিধি:- যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও পবিপ্রবি শাখা ছাত্রলীগ। পরে একই স্থানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত,সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর ডঃ আবুল কাশেম চৌধুরী, প্রফেসর আ ক ম মোস্তফাজামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-,কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারী বৃন্দ।